ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নির্বাচন থেকে সরে  দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

সিরাজগঞ্জে নির্বাচন থেকে সরে  দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন (লাঙ্গল) নির্বাচন প্রতিদ্ব›িদ্বতা থেকে সরে দাঁড়ালেন। তিনি দলীয় প্রতীক পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়ায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি শুক্রবার রাতে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তার নির্বাচনী অফিসে এ ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে ছিলাম এবং একাধিক নির্বাচনী অফিসও করা হয়েছিল। ১৭ ডিসেম্বর বিকেল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব মাঠে নেই এবং তার কোনো নির্দেশনাও পাওয়া যাচ্ছে না। আওয়ামীলীগের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে থাকা জাকির হোসেন আরো বলেন, জাপা’র চেয়ারম্যান সাহেব ভিক্ষার দান প্রত্যাখ্যান করেছেন। ভাগাভাগির বিষয়টি আগে জানতে পারলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতাম। এখন প্রত্যাহারের সুযোগ নেই এজন্য নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শের আলী, সদস্য মোর্তজা সরকার, ওয়াজেদ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত